স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জামান মুন্সী, আরএমও ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ মো: আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা স্বাস্থ্য সেবা সুরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা বেগম, যুগ্ম-আহ্বায়ক হাফিজ খান মিলন, সমন্বয়ক মেশকাতুল ওয়ায়েজিন লিটু, খন্দকার শাহেদ আলী শান্ত, হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ।
সদর হাসপাতালসহ জেলার সকল হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ জেলার গণমানুষের স্বাস্থ্য সেবার জন্য কি কি করণীয় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য সেবা সুরক্ষা সংগ্রাম কমিটির কমিটির সদস্যগন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।