এমএসএ/স্পোর্টস
প্রবীণ ও নবীনদের মিলনমেলায় উত্তাল লর্ডস। একদিকে বিশ্ব একাদশের গ্লাডিয়েটরস, অন্যদিকে ক্যারিবিয়ান ব্লাক প্যান্থারস। ৩১ মে, ২০১৮ বৃহস্পতিবার ২০১৭ সালে মারিয়া ও ইরমা হারিকেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫টি ক্যারিবিয়ান স্টেডিয়াম মেরামতের জন্য আয়োজিত চ্যারিটি ম্যাচে মোকাবেলা করেছে বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব একাদশে জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদির নেতৃত্বে দলে ছিল বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, লিউক রংকি (নিউ জিল্যান্ড), স্যাম বিলিংস (ইংল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), দিনেশ কার্তিক (ভারত), থিসারা প্যারেরা (শ্রীলংকা), রশিদ খান (আফগানিস্তান), মিশেল ম্যাকলেনাগান (নিউ জিল্যান্ড), সান্দীপ লামিচ্যান (নেপাল) ও টাইমাল মিলজ (ইংল্যান্ড)। কার্লোস ব্রাথওয়াটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিল ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মার্লন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, কীমো পল, এসলে নার্স, স্যামুয়েল বাদ্রী ও কেসরিক উইলিয়ামস।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বিশ্ব একাদশের অধিনায়ক শহীদ আফ্রিদি। শুরু থেকে লুইসের ব্যাটিং তাণ্ডবে ক্যারিবিয়ানদের ইনিংস এগোতে থাকে। ৫ ছক্কা ও ৫ চারে ২৬ বলে ৫৮ রান করেন লুইস। ৭.৫ বলে আফগানি রশিদ খানের বলে এলবিডাব্লু হয়ে সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান ওপেনার। শুরু থেকে গেইল ব্যাট হাতে তার ঝড় তুলতে ব্যর্থ হন। একটি চারে ২৮ বলে মাত্র ১৮ রান করেন তিনি। ১০.১ ওভারে মালিকের বলে বোল্ড হন গেইল। ১১.২ ওভারে ফ্লেচারের উইকেটটি দখল করেন অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট লাভ করেন তিনি। স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিং এ এগিয়ে যায় ক্যারিবিয়ানদের রানের সংগ্রহ। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান গিয়ে দাঁড়ায় ১২৭/৩। ১৬.৫ বলে স্যামুয়েলসের ইনিংসের পরিসমাপ্তি ঘটে। ৪ ছক্কা ও ২টি চারে ২৫ বলে ৪৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন স্যামুয়েলস। ক্রিজে তখনও রামদিন ও রাসেল। ৩ ছক্কা ও ৩ চারে ২৪ বলে ৪৩* রান করে অপরাজিত থাকে রামদিন। ৩ ছক্কায় ১০ বলে ২১* রান করেন রাসেল। ২০ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৯৯।
স্কোর কার্ড
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং
লুইস- ৫৮ (২৬)
রামদিন ৪৪* (২৫)
স্যামুয়েলস- ৪৩ (২২)
রাসেল- ২১ (১০)
বিশ্ব একাদশ বোলিং (ওভার-মেডেন-রান-উইকেট)
রশিদ খান- ৪-০-৪৮-২
শোয়েব মালিক- ৩-০-৩১-১
শহীদ আফ্রিদি- ৪-০-৩৪-১
মিলজ-৩-১-১৩-০
২০০ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্ব একাদশ। ১.৩ ওভারে রাসেলের বলে আউট হন ওপেনার তামিম ২ (৮)। এরপর দলীয় মাত্র ৮ রানে ৩ উইকেট হারায় বিশ্ব একাদশ। ২.১ ওভারে রংকির ০ (২) উইকেট তুলে নেন বাদ্রী। একই ওভারের শেষ বলে বাদ্রীর বলে আউট হন কার্তিক ০ (৫)। একের পর এক উইকেট ঝরতে থাকে বিশ্ব একাদশের। চতুর্থ ওভারের তৃতীয় বলে রাসেলের বলে সাজঘরে ফেরে বিলিংস ৪ (৬)। ৭.৪ বলে দলীয় ৪৫ রানে ব্রাথওয়াইটের বলে এলবিডাব্লু আউট হন শোয়েব মালিক ১২ (১০)। জুটি বাধেন প্যারেরা ও আফ্রিদি। কিছুক্ষণ আশার আলো জ্বললেও প্যারেরার হাফ সেঞ্চুরির পর ব্রাথওয়াইটের বলে আউট হন ক্যাপ্টেন বুম বুম আফ্রিদি ১১ (১২)। ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরবিদায় নিলেন এই জনপ্রিয় অলরাউন্ডার। এরপর ১৪.১ ওভারে দলীয় ১০১ রানের সময় উইলিয়ামসের বলে সাজঘরে ফেরেন প্যারেরা। ৩৭ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৬১ রান করেন এই শ্রীলংকান অলরাউন্ডার। একই ওভারের চতুর্থ বলে এলবিডাব্লু হন রশিদ খান ৯ (৭)। ১৬.৪ ওভারে উইলিয়ামসের বলে ম্যাকলেনাগান ৯ (৮) আউট হলে ১২৭ রানে শেষ হয় বিশ্ব একাদশের ইনিংস। *মিলস- এবসেন্ট হার্ট। হারিকান রিলিফ টি২০তে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে ৭২ রানের খুব সহজ জয় হাছিল করে ওয়েস্ট ইন্ডিজ।
স্কোর কার্ড
বিশ্ব একাদশ ব্যাটিং
প্যারেরা- ৬১ (৩৭)
শোয়েব মালিক- ১২ (১০)
আফ্রিদি- ১১ (১২)
ওয়েস্ট ইন্ডিজ বোলিং (ওভার-মেডেন-রান-উইকেট)
উইলিয়ামস- ৩.৪-০-৪১-৩
বাদ্রী- ৩-১-৪-২
রাসেল- ৩-০-২৫-২
পল-৩-০-২৪-১
ব্রাথওয়াইট- ২-০-১৪-১
Pic: ICC