ফিলিস্তিনিদের সুরক্ষা বিষয়ে জাতিসংঘ খসড়া প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্রঃ নিক্কি হ্যালি

8
14

ডেস্ক রিপোর্ট

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহবান জানিয়ে প্রস্তুত করা জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘অবিসংবাদিতভাবে ভেটো’ দেবে। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির প্রাক্কালে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি একথা জানান।

হ্যালি আরব দেশগুলোর পক্ষ্য থেকে কুয়েত উত্থাপিত এ প্রস্তাবকে একেবারেই এক পাক্ষিক হিসেবে অভিহিত করে বলেন, এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রস্তাবটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

কুয়েতের প্রস্তাবের প্রতিক্রিয়ায়, সম্প্রতি গাজায় বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করে নতুন খসড়া প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে দাবি করা হয়েছিল হামাস ও ইসলামিক জিহাদ যেন ইসরাইলি সীমান্তসহ সকল জায়গায় সব ধরণের সহিংস ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। তবে মার্কিন প্রস্তাবটি নিয়ে ভোট গ্রহণ হবে কিনা তা জানা যায়নি।

Pic: AFP