ডেস্ক রিপোর্ট
মস্কোয় ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেল ইউরো রোনালদোর পর্তুগাল এবং বিদায় হলো মরক্কোর। বাঁচা-মরার ম্যাচে পর্তুগালের সঙ্গে পেরে উঠল না আফ্রিকার দলটি। ব্যবধান গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের শুরুর দিকে অধিনায়কের গোলে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয় পেল পর্তুগাল।
লুজনিকি স্টেডিয়ামে বুধবার ম্যাচের চতুর্থ মিনিটে জোয়াও মৌতিনিয়োর ক্রসে একটু নিচু হয়ে চমৎকার হেডে বল জালে পাঠান রোনালদো। এবারের আসরে এটি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চতুর্থ গোল। রাশিয়ার দেনিস চেরিশেভকে (৩) পেছনে ফেলে এককভাবে উঠে এলেন এবারের আসরের গোলদাতাদের তালিকার শীর্ষে।
চতুর্থ মিনিটে গোল হবার পর দুই দলই অনেক সুযোগ পেয়েছে কিবন্তু সেই সুযোগ কেউ কাজে লাগাতে পারেনি। বিশেষ করে মরক্কো অনেক সুযোগ পেলেও শেষ পর্যন্ত ১-০তে ম্যাচ শেষ হয়।
আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই সময়ে স্পেনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মরক্কো।
Pic: AFP