স্টাফ রিপোর্টার
নড়াইলে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট-২০১৮। নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ জুন) বিকেলে মির্জাপুর স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী খেলায় মির্জাপুর ফুটবল দল ২-১ গোলে সিংগাশোলপুর ফুটবল দলকে পরাজিত করে শুভ সূচনা করে।
বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আকতার হোসেনের সঞ্চাালনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সম্পাদক কৃঞ্চ পদ দাস, যুগ্ন সম্পাদক রেজাউল বিশ্বাস, কোষাধক্ষ আব্দুর রশীদ মন্নু প্রমুখ।
জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এগিয়ে চলেছে। তরুণদের উচিত খেলাধূলার প্রতি মনেযোগী হওয়া। খেলাধূলার মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ্য থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমতে পারে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন। ফুটবল, ক্রিকেট, হাডুডু টেবিল টেনিস সহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মুর্তজার মতো আরো নতুন নতুন খেলায়োড়ের সৃষ্টি হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলার ফুটবলের মান উন্নয়ন ও প্রসারের লক্ষে জেলার ১৫টি ভেন্যুতে পর্যায় ক্রমে প্রতিটি ভেন্যুতে আটটি দল দল নিয়ে এ প্রতিযোগিতা আযোজন করা হয়েছে। জেলার ১৫টি ভেন্যুর মধ্যে প্রথম পর্যায়ে ১০টি ভেন্যুতে তৃণমূল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভেন্যু গুলি হল-মির্জাপুর স্কুল মাঠ, শেখহাটি স্কুল মাঠ, চারিখাদা স্কুল মাঠ, ভবানিপুর স্কুল মাঠ, রোহাগড়া মোল্যার মাঠ, কালিয়া কলেজ মাঠ, দত্তপাড়া সাকুল মাঠ, গোবরা স্কুল মাঠ, সিঙ্গীয়া বাজার মাঠ ও চাচড়া স্কুল মাঠ। ২০ জুন বিকালে কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলায় এবং ২১জুন চারিখাদা স্কুল মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হবে।