স্টাফ রিপোর্টার
‘টেকসই উন্নয়নের লক্ষে পৌঁছানোর জন্য শাসন বদলানো (Transforming governance to realize the sustainable development goals)’এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ডিডিএলজি মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সহকারি পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ গোলাম নবী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এন জিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।