ডেস্ক রিপোর্ট
সুইস তারকা গ্রানিট ঝাকা ও জিহার্দান শাকিরির গোলে কালিনিনগ্রাদে গ্রুপ-ই’র ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ড। এই দুই সুইস তারকাই আলবেনিয়ান বংশোদ্ভূত। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে মাঠ ছাড়ায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড এখন শেষ ১৬’র স্বপ্নে বিভোর। প্রথম ম্যাচে তারা ফেবারিট ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছিল।
প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলে সার্বিয়ার বিপক্ষে জয় পেল সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সার্বিয়ান গোল বক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে শট নিয়ে সুইজারল্যান্ডকে ১-১ গোলে সমতায় ফেরান গ্রানিত শাহাকা। ম্যাচের ৯০ মিনিটে শাকিরির গোলে জয় নিশ্চিত হয় সুইসদের।
‘ই’ গ্রুপে চার দলের প্রত্যেকেরই দুটি করে ম্যাচের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট ও দুই গোল ব্যবধান নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়েও এক গোলের ব্যবধানে দ্বিতীয় সুইজারল্যান্ড। এক জয় ও এক হার এবং গোল ব্যবধান নিয়ে তৃতীয় সার্বিয়া আর কোনো পয়েন্টই পায়নি কোস্টারিকা।
Pic: Reuters