স্টাফ রিপোর্টার
নড়াইল ও কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুন) সকাল ১১টায় নড়াইল পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস। পৌরমেয়র ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৩১ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ২শ’ ২৯ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে রাজস্ব খাতে ৫ কোটি ৬৫ লক্ষ ৪৪ লক্ষ ২শ’ ২৯ টাকা, উন্নয়ন খাতে ৪ কোটি ৬০ লক্ষ এবং প্রকল্প খাত থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা আয় ধরা হয়েছে। এসময় প্যানেল মেয়র রেজাউল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক এবং পৌর নাগরিকেরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, নড়াইলের কালিয়া পৌরসভার কমিউনিটি সেন্টারে বুধবার আয়েজিত বাজেট সভায় পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৫কোটি ৮৩লক্ষ ১৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এসময় কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, কালিয়া থানার ওসি শেখ সমশের আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কাউন্সিলরবৃন্দ, কালিয়া বণিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।