ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে একটি সংবাদপত্র অফিসে ঢুকে গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের এক শ্বেতাঙ্গ যুবক ক্যাপিটাল গেজেট নামের এ সংবাদপত্র ভবনে বন্দুক হামলা চালায়। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিডিয়া হামলাকারীর নাম জারোড রামোস বলে উল্লেখ করেছে। তদন্তকারীরা বলেছেন, ৪০ এর কাছাকাছি বয়সী ওই ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। সেশাল মিডিয়ায় ক্যাপিটাল গেজেটের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছিল; সেসবও তারা খতিয়ে দেখছেন।
এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় আহত এক ব্যক্তি জানান, বন্দুকধারী ব্যক্তি কাঁচের দরোজার বাইরে থেকেই গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হয়।
পুলিশ কর্মকর্তা জানান, এটি একটি পরিকল্পিত হামলা। তবে হামলাকারীর উদ্দেশ এখনো জানা যায়নি। উল্লেখ্য, ১৮৮৪ সালে চালু হওয়া পত্রিকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।
Pic: AFP/Getty