সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় যোগ দিন

305
34

নিউজ ডেস্ক

ডিজিটাল বাংলাদেশ যাত্রা শুরুর পর থেকেই সাইবার নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিরক্ষা ও আক্রমণাত্মক বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রয়োজন। প্রতিনিয়ত ঘটে যাওয়া সাইবার হামলা থেকে দেশকে রক্ষা করাও প্রয়োজন।

তথ্য নিরাপত্তা/সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অনেক ভূমিকা পালন করতে পারেন। এবার আপনার পালা, আপনার সুপ্ত প্রতিভা প্রমাণ করার। সেজন্য যোগ দিন ২১ জুলাই মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আয়োজিত সাইবারকম্প-২০১৮ কর্মশালায়। প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হবে।

.আকর্ষণীয় প্রাইজমানি
.চাকরির সুযোগ
.অন্যান্য সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

বিস্তারিত জানুন এখানে http://cybercomp2018.mist.ac.bd/