স্পোর্টস ডেস্ক
আগামী টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। গতরাতে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে। ফলে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ।
হল্যান্ডের আমষ্টিলভিনে অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে বাংলাদেশ মহিলা দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ৩১, উইকেরক্ষক শারমিন সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।
জয়ের জন্য ১২৬ রানের টার্গেটে বাংলাদেশের বোলারদের কাছে পরাস্ত হয় স্কটল্যান্ড। স্কটিশরা ২০ ওভারে ৭ উইকেটে ৭৬ রান করে। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার-রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন সালমা খাতুন-ফাহিমা খাতুন।
আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নেয় আইরিশরা।