নড়াইলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত

4
19

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাঁকজমকপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪জুলাই) বিকেলে রথযাত্রা শহরের সর্বমঙ্গলা কালি মন্দির থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বাঁধাঘাট চত্বরে এসে শেষ হয়। রথযাত্রায় ৫শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এদিকে রথযাত্রা উপলক্ষে বাঁধাঘাট চত্বরে ৯ দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় সংগীত পরিবেশননা। ইতোমধ্যে বাঁধঘাট চত্বরে প্রায় ৫০টির মতো দোকানি মিষ্টি, খেলনা, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, মৃত ও কুমর শিল্পের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। নড়াইল পূজা উদ্যাপন পর্ষদের সহ-সভাপতি মলয় কুন্ডু জানান, ২২ জুলাই উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হবে।