ফুটবল বিশ্বকাপ ২০১৮ জিতলো ফ্রান্স, রানার্স-আপ ক্রোয়েশিয়া

5
12

স্পোর্টস ডেস্ক

২১তম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। ফাইনালে প্রথমবারের মত ফাইনালে ওঠা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা তুলে নিলো ফরাসিরা। এর আগে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলো ফ্রান্স। রানার্স-আপ হয়ে এবারের বিশ্বকাপ ২০১৮, রাশিয়া জেতার স্বপ্নের পরিসমাপ্তি হলো ক্রোয়েশিয়ার।

শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ১৮ মিনিটে গ্রিজম্যানের ফ্রিককে বল বিপদ মুক্ত করার চেষ্টায় হেড দিয়ে নিজেদের জালে আত্মঘাতী গোল করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মাঞ্জুকিচ। ২৮ মিনিটে কর্নারে থেকে পাওয়া বল ২২গজ দূর থেকে কিক নিয়ে ফ্রান্সের জালে গোল করে (১-১) সমতা আনেন পেরিসিচ। ৩৮ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ক্রোয়াট গোলরক্ষক সুবাসিচকে পরাস্ত করে গোল করেন গ্রীজম্যান। প্রথমার্ধের বিরতির পরও চলতে থাকে যুদ্ধ। ৫৯ মিনিটে ক্রোয়েশিয়ার জালে গোল করেন পগবা।৬৫ মিনিটে এবার গোলদাতাদের তালিকায় নাম ওঠান তরুন ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে। ৪-১ গোল ব্যবধানে শিরোপা জয়ের নিকট চলে আসে ফ্রান্স। ৬৯ মিনিটে মাঞ্জুকিচের গোলে ক্রোয়েশিয়ার গোল ব্যবধান কমলেও খেলা শেষ হয় ৪-২ গোলে।

এ্যাডিডাস গোল্ডেন বুট এ্যাওয়ার্ডঃ হ্যারি কেন (ইংল্যান্ড)
এ্যাডিডাস গোল্ডেন গ্লাভ এ্যাওয়ার্ডঃ থিবো করটোয়া (বেলজিয়াম)
ফিফা ফেয়ার প্লে ট্রফিঃ স্পেন
এ্যাডিডাস গোল্ডেন বল এওয়ার্ডঃ লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)
ফিফা ইয়াং প্লেয়ার এওয়ার্ডঃ কিলিয়ান এমবাপে (ফ্রান্স)