দ. আফ্রিকায় বন্ধুকধারীদের হামলায় ১১ ট্যাক্সি চালক নিহত

4
11

ডেস্ক রিপোর্ট

দক্ষিন আফ্রিকায় এক সহকর্মীর শেষকৃত্য অংশ নিয়ে কওয়াজুলু নাটাল প্রদেশ থেকে জোহানেসবার্গ শহরে ফেরার সময় ১১ ট্যাক্সি চালককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত ট্যাক্সি চালকরা সবাই গাওটেং ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্য বলে রোববার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে।

একটি মাইক্রোবাস যোগে আর-৪৭ মহাসড়ক ধরে ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা চোরাগোপ্তা হামলা চালায় ও গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন   কওয়াজুলু নাটাল পুলিশের মুখপাত্র জে নাইকার।

“গাড়িটির ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে। গুলিতে ১১ জন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে,” বলেছেন তিনি। কারা হামলাটি চালিয়েছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় ভাড়া মাইক্রোবাস একটি জনপ্রিয় বাহন। কিন্তু লাভজনক রুটগুলোর দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রায়ই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে থাকে।

Pic: Reuters