ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় নির্বাচনে ভোট চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নিবাচনে ৬৩টি আসনে জয় পেয়েছে। সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পিটিআই ১১০টি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে।
পাকিস্তানের পত্রিকা ডন জানায়, গতকাল (বৃহস্পতিবার) কারাগারে নিজ দল ও পরিবারের লোকেরা নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিযোগ করেন। আদিয়ালা কারাগারে দর্শনার্থীদের সঙ্গে কথা বলার সময় সাবেক এ প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, এই জালিয়াতি করা দূষিত আর সন্দেহজনক নির্বাচনী ফল আগামীতে দেশের রাজনীতিতে খারাপ প্রভাব ফেলবে।
দুর্নীতির দায়ে বর্তমানে কারাগারে আছেন নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও অবসরপ্রাপ্ত মেয়েজামাই ক্যাপ্টেন মুহাম্মাদ সাফদার। সাক্ষাতের সময় নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ, মরিয়মের ছেলেমেয়ে ও দলের বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন।
নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করা দলের একাধিক নেতার সূত্রে জানা যায়, নওয়াজ শরিফ মনে করেন, ২০১৩ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে বরং ইমরান খানের দলের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল ছিল। নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ একান্তে প্রায় আধাঘণ্টার বেশি সময় বৈঠক করেন বলে জানা যায়।
এদিকে, বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), মুত্তাহিদা মজলিস-ই-আমিল (এমএমএ) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন করে।