পাকিস্তানের নির্বাচনে বেসরকারি ভাবে চূড়ান্ত ফল প্রকাশ

7
13

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের সাধারন নির্বাচনে বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। ভোট শেষ হওয়ার ৫৬ ঘণ্টার বেশি সময় পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) চূড়ান্ত অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে।

চূড়ান্ত ফলাফলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৫টি, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসন পেয়েছে।  এছাড়া কয়েকটি ধর্মীয় দলের জোট মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ১২টি এবং মুত্তাহিদা কাউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬টি আসনে ছয় লাভ করেছে।

এছাড়া পিএমএল-কিউ এবং নতুন দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ৪টি করে আসন পেয়েছে। জিডিএ ২টি, বিএনপি ৩টি এবং এএনপি, এএমএল, পাকিস্তান তেহরিক-ই-ইনসানিয়াৎ, জেডব্লিউপি ১টি করে আসন পেয়েছে। ১২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। আর কেন্দ্রে হামলার কারণে দুইটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।