ডেস্ক রিপোর্ট
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লোম্বকে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে।
বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৭টার আগে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প হয়। এতে আরো ১৬২ মানুষ আহত হয়েছে এবং কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বালির ৪০ কিলোমিটার পূর্বে লোম্বক পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। ভূমিকম্পে সেখানে বহু ভবন ধসে পড়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মাতারাম শহরের ৫০ কিলোমিটার উত্তরপূর্বে।
উল্লেখ্য, দুই বছর আগেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান।
Pic: Getty