বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সহজ জয়

3
5

ডেস্ক রিপোর্ট

বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১১ ওভারে ৯১ রানের টার্গেট খেলতে নেমে স্বাগতিকরা মাত্র ৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌচ্ছে যায়। আর এ জয়ের ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

এরআগে, সেন্ট কিটসে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। অ্যাশলে নার্সের প্রথম বলে দিনেশ রামদিনের কাছে স্টাম্পিং হন তামিম। পরে ৪র্থ বলে বোল্ড হন সৌম্য। দু’জনেই কোনো রান করতে পারেননি।

তিনে নামা লিটন দাস শুরু করেছিলেন প্রথম বলে বাউন্ডারি মেরে। লিটন ও সাকিব আল হাসানের ব্যাটে সেই ধাক্কা অনেকটাই সামাল দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে স্যামুয়েল বদ্রিকে টানা দুটি চার মারেন লিটন। পরের ওভারে আন্দ্রে রাসেলের চার বলে তিন বাউন্ডারি মারেন সাকিব।

কিন্তু এই দুজনও কাজ অসমাপ্ত রেখে ফেরেন জোড় বেঁধে। ষষ্ঠ ওভারে কিমো পলের শর্ট বলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন ২১ বলে ২৪ রান করা লিটন। পরের বলে আবারও শর্ট বলেই আপার কাট খেলে সীমানায় কেসরিক উইলিয়ামসের দারুণ ক্যাচের শিকার সাকিব। বাংলাদেশ অধিনায়ক করেছেন ১০ বলে ১৯।

সেখান থেকেই মাহমুদউল্লাহর চোখধাঁধানো প্রতি আক্রমণ। জোড়া উইকেটের পরের ওভারেই চমকে দেন বদ্রির টানা তিন বলে দুটি বাউন্ডারি ও এক ছক্কায়। পরের ওভারে দুর্দান্ত টাইমিংয়ে কিমো পলকে আছড়ে ফেলেন গ্যালারিতে।

আরেক পাশে মুশফিকও শুরু করেছিলেন দারুণ। ২৪ বলে ৪৭ রানের গড়ে উঠছিল জুটি। কিন্তু বাকি সময়ে দল এগিয়েছে খুঁড়িয়ে। ইনিংস গড়ার পর্যাপ্ত সময় থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেননি আরিফুল হক। করেছেন ১৮ বলে ১৫।

দল তাকিয়ে তখন মাহমুদউল্লাহর ব্যাটে। কিন্তু বেরিয়ে এসে খেলতে গিয়ে উইলিয়ামসের স্লোয়ারে যখন বোল্ড হলেন, ইনিংসের বাকি তখনও ২৩ বল। তার ২৭ বলে ৩৫ রানের ইনিংসটা হয়ে থাকল অপূর্ণতার গল্প। শেষ পর্যন্ত বাংলাদেশ ৯ উইকেটে ১৪৩ রান করে।

ম্যাচের মাঝবিরতিতে নামা বৃষ্টি কমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দৈর্ঘ। ক্যারিবিয়ানদের বিস্ফোরক সব ব্যাটসম্যানের সামনে ৬৬ বলে ৯১ রানের লক্ষ্য ছিল অনেকটাই সহজ। যদিও খানিকটা আশার আলো ঝিলিক দিয়েছিল মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে। ম্যাচের দ্বিতীয় ওভারে নেন ডাবল উইকেট মেডেন। ফিরিয়ে দেন দুই বিপজ্জনক ওপেনারকে।

কিন্তু জিততে একটুও বেগ পেতে হয়নি ক্যারিবিয়ানদের। মুস্তাফিজের পরের ওভারেই ১৮ রান নেন আন্দ্রে রাসেল। ঝড় তোলেন মারলন স্যামুয়েলসও। দুটি করে চার ও ছক্কায় স্যামুয়েলস করেছেন ১৩ বলে ২৬। তিনে নেমে ২১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা রাসেল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৩/৯ (লিটন ২৪, সাকিব ১৯, মুশফিক ১৫, মাহমুদউল্লাহ ৩৫, আরিফুল ১৫*; নার্স ২/৬, রাসেল ১/২৭, পল ২/২৪, উইলিয়ামস ৪/২৮)।

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১১ ওভারে ৯১) ৯.১ ওভারে ৯৩/৩ (রাসেল ৩৫*, স্যামুয়েলস ২৬, পাওয়েল ১৫*; মুস্তাফিজ ২/১৮, রুবেল ১/১৩)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে

ম্যাচ সেরা: আন্দ্রে রাসেল।

Pic: Getty