স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ ৬নংআসনের (শাহজাদপুর) সাংসদ হাসিবুর রহমান স্বপনসহ শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকের নামে সই জ্বাল করে জ্বাল আম-মোক্তারনামা প্রস্তুত করে আদালতে দাখিলের অভিযেগে মামলা হয়েছে।২৫ জুলাই শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতে মামলা দায়ের হয়েছে।
শাহজাদপুর অর্প্রিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের বিচারক বাদী হয়ে দলিল লেখক আঃরশিদকে ১নম্বর ও সাংসদ হাসিবুর রহমান স্বপনকে ২নম্বর আসামী করে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে দঃবিঃ ৪৬৫/৪৬৮/৪৭১ধারায় অভিযোগ আমলে নেন।
আদালতের বেঞ্চ সহকারি মামলা দায়ের এর বিষয় নিশ্চিত করেছেন।
সোমবার (৩০) জুলাই সাংসদ হাসিবুর রহমান স্বপনের শাহজাদপুর পৌর শহরের দ্বাড়িয়াপুরস্থ বাড়িতে আদালতের প্রসেস সার্ভেয়ার সমন জারি করতে জান। বাসায় সাংসদ হাসিবুর রহমান স্বপন উপস্থিত না থাকায় তার পক্ষে ম্যানেজার সমনে স্বাক্ষর করেন। আগামী ১৯ আগষ্ট মামলার আসামীদের হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।
জানা গেছে সিরাজগঞ্জের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল-৩ এ বিচারাধীন ২০০০/১২ নং মোকদ্দমায় ওকালতনামায় সই জাল ও জল আম-মোক্তার নামা আদালতে দাখিল করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।