নড়াইলে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

16
16

স্টাফ রিপোর্টার

নড়াইলে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মোঃ এমাদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার মেহেদি হাসান,জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন স্কুলের স্কাউট, রোভার স্কাউটের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে কেক কেটে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।