স্টাফ রিপোর্টার
অভিনব কায়দায় ফেন্সিডিল বহন কালে নড়াইলে ২২৬ বোতল ফেন্সিডিলসহ শওকত মোড়ল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (৫আগষ্ট) বিকালে নড়াইলের তুলারামপুর ব্রীজে উপর থেকে তিন বস্তা চাউল ও একটি নছিমন সহ তাকে আটক করে পুলিশ। আটককৃত শওকত মোড়ল যশোর জেলার বেনাপোল থানার কাগজীপাড়া গ্রামের আবুশাম মোড়লের ছেলে।
নড়াইল থানা পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল থানা পুলিশ জানতে পারে যশোরের বেনাপোল থেকে অভিনব কায়দায় নছিমনে করে চাউলের বস্তার মধ্যে ফেন্সিডিলের চালান নড়াইল আসছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ বিকালে সদরের তুলারামপুর বাজারের ব্রীজের উপর তল্লাসী কালে শওকত মোড়লকে নছিমনসহ আটক করে পুলিশ। এসময় নছিমনের উপর থাকা তিন বস্তা চাউলের বস্তার মধ্যে থেকে ২২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।