ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

9
10

ডেস্ক রিপোর্ট

তিনদিনের সফরে আজ (বুধবার) ঢাকায় আসছেন কমনয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন মহাসচিব।

সফরে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠানেও তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।