নড়াইলে ৬ ছাত্রকে আটক করে পুলিশের সংবাদ সম্মেলন

4
65

স্টাফ রিপোর্টার

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৬ ছাত্রকে আটক করেছে নড়াইলের পুলিশ। ৭ আগস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, ৬ আগষ্ট সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ এলাকায় কেমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন হতে তাদের আটক করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, এরা চলমান আন্দোলনকে বেগবান করতে ও আন্দোলনকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার লক্ষে বড় ধারণের নাশকতা পরিকল্পনা ছিল। এছাড়া তাদের ফেসবুক ও ম্যাসেজ্ঞার পর্যালোচনা করে দেখা যায় এ নড়াইল সহ ঢাকার চলমান আন্দোলনে বিভিন্নভাবে গুজব ছড়ানোসহ উস্কানিমূলক অডিও ভিড়িও প্রচারসহ সককারি বিরোধী প্রচারণায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আটককৃতদের ৫ জন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের ছাত্র এবং আরেকজন পলিটেকনিক ইনষ্টিটিউট এর ছাত্র। এরা হলো মহিবুল্লাহ গালিব,মুন্সি সাবের আহম্মেদ,মিলন মোল্যা, রেজা শেখ, হাসান সরদার ও রাকিব হাসান। আন্দোলনকারীদের সামনে না আনায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।