২২ অগাস্ট ঈদুল আযহা

4212
63

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের আকাশে আজ (রোববার) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ অগাস্ট কোরবানির ঈদ বা ঈদুল আযহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ঈদুল আযহার তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়।

ধর্মমন্ত্রী মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে।  তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে’।

উল্লেখ্য, এবার ২২ অগাস্ট কোরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।