নিউজ ডেস্ক
ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ শুক্রবার সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইলে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইজিপি উল্লেখ করেন আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে সারাদেশে সড়ক মহাসড়কে যানজট মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তার সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপি বলেন, পশুবাহী ট্রাকগুলো যাতে অবাধে গন্তব্যের হাটে যেতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। ঈদে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পান ও কোন বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয়, সেদিকে নজর দিতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান আইজিপি।