নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

3
30

স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নড়াইল নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল দুপুরে স্থানীয় চালিতাতলা বাজারে আয়োজিত সভায় চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ খানজাহান আলীর সভাপডিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ই্সমাইল হোসেন লিটন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূইয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ সামিউল হাসান শরফু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গাউসুল আযম মাসুম, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বিলু, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান মুকুল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম বাবলু, ছাত্রলীগ নেতামোঃ রাজীব মোল্যা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।

আলোচনা সভা শেষে শোকাবহ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।