জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

7
18

ডেস্ক রিপোর্ট

শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান (৮০) শনিবার মারা গেছেন। খুব অল্প সময় অসুস্থ থাকার পর আজ (শনিবার) সকালে তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইজারল্যান্ডের জেনেভায় মারা যান। এ শহরে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন। মৃত্যুর সময়ে পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন। তিনি ছিলেন জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।

জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান। কোফি আনানের ভাষায় তার সবচেয়ে বড় অর্জন ছিল ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ- দারিদ্র আর শিশু মৃত্যু কমাতে বিশ্বব্যাপী প্রথম এ ধরণের উদ্যোগ নেয়া হয়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এক শোক বার্তায় সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

Pic: Getty