নড়াইলে শিশু রোকসানার নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

31
34

স্টাফ রিপোর্টার

নড়াইলে গৃহস্থের পাশবিক নির্যাতনের শিকার ১০ বছরের কন্যাশিশু রোকসানার নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) সকালে হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখা ও নড়াইলের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে নির্যাতনকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এ মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ বাগচী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট রওশান আরা লিলি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা, অবসরপ্রাপ্ত শিক্ষক আঞ্জুমান আরা, হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাসে শিশু রোকসানাদের প্রতিবেশি সালেহা বেগম রোখসানাকে ঢাকার ওয়ারীতে একটি শিশুকে দেখাশোনার জন্য ব্যবসায়ী আছাদুল্লাহর বাড়িতে গৃহপরিচারিকার কাজে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। গত ১৭ আগষ্ট তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা সেন্ট্রাল হাসপাতাল হতে উদ্ধার করা হয়েছে। রোকসানার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে অসুস্থ্য অবস্থায় গত ১৮ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসছিলো। রবিবার (২৬ আগস্ট) দুপুরে ইউএস বাংলা গ্রুপের ডিএমডি মাহাবুব ঢালী’র সার্বিক সহযোগিতায় রোকসানার সুচিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল হতে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলাও হয়েছে। কিন্তু ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেফতার করা হয়নি। রোকসানা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের হতদরিদ্র রাসেল শেখের মেয়ে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার সাহা বলেন, রোকসানার নির্যাতনের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।