স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউপির আমতলা গ্রামে আধিপত্য বিস্তরকে কন্দ্রে করে আওয়ামী লীগের হান্নান শেখ ও জান্নাত গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অনন্ত ১৫ জন আহত হয়েছেন । অপরদিকে প্রতিপক্ষরা লায়েক শেখের ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি বাড়ী ভাংচুর ও লুট করে অভিযোগ উঠে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা নড়াইলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
জানা যায়,হান্নান শেখ গ্রুপের লায়েক শেখ (৫৫), কবির শেখ (৭৪), হাদিস শেখ (৩০) মিন্টু শিকদার (৩৫), মিকান শেখ (৩২) ও লতিফা বেগম (৬০), অপরদিকে জান্নাত শেখ গ্রুপের সাইফুল ইসলাম (৩২), আরিফুল শেখ (২৫), জোবায়ের শেখ (২০), বুলবুল শেখ (৩৫), বিল্লাল মোল্যা (৩৫), নাইম শেখ (১৮), পিয়ারী বেগম (৩৮) আহতরা হয়। আরও জানা যায়,দুগ্রুপের মধ্যে দীর্ঘদিন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। তাদের মধ্যে একাধিক মামলা-মকদ্দমা বিদ্যমান।
হান্নান শেখ জানান, জান্নাতের লাইসেন্সধারী শর্টগান দিয়ে দু’রাউন্ড গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। জান্নাতের সঙ্গে একাধিববার তার মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।