মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

5
25

স্টাফ রিপোর্টার

“নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির গড়া “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বছরের এই দিনে মাশরাফীর নেতৃত্বে “রান ফর নড়াইল” ম্যারাথনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ১২টায় লোহাগড়ায় আড়ম্বরের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। লোহাগড়ার জয়পুর ঈদগাহ মাঠে প্রাঙ্গনে জন্মদিনের কর্মসূচির উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন লোহাগড়ার শাখার আহবায়ক সাংবাদিক মারুফ সামদানীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, এক্সপ্রেসের ফাউন্ডেশনের অন্যতম সংগঠক মানবাধিকার কর্মী কাজী হাফিজুর রহমান, নোয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম প্রমুখ।
দিবসের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোবাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি লোহাগড়ার পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর এসে শেষ হয়।

এদিকে বিকালে সাড়ে ৪টায় এ উপলক্ষে নড়াইল শহরে র‌্যালি, কেককাটাও ফুটবল খেলার মাধ্যমে দিবসটি পালন করা হয়। ইতিমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, পর্যটন, ফুটবল-ক্রিকেট-ভলিবল, আইসটি উন্নয়ন এবং দুস্থ্য মানুষের সহায়তায় নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ কর্মসূচিতে শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।