নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

6
11

স্টাফ রিপোর্টার

“স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র‍্যালীটি জেলা প্রশসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ্ আলম, আঞ্জুমান আরা বেগম, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।