স্টাফ রিপোর্টার
শহরে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে ১২ জামাত নেতাকর্মীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপরে নড়াইলের আদালত সড়ক থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, এরা প্রত্যেকেই নাশকতা মামলার আসামী, একত্রে সংগঠিত হয়ে শহরে নাশকতরা পরিকল্পনা করছিলো। এই সন্দেহে তাদের আটক করা হয়। মামলার আসামী আটককৃতরা হলেন সদরের তারাশি গ্রামের আকরাম হোসেন, রঘুনাথপুর গ্রামের বায়েজিদ শেখ, আলোকদিয়া গ্রামের মো.ইউসুফ মোল্যা, চরবিলার বাহারুল ইসলাম, নাকশী গ্রামের মশিয়ার রহমান শিকদার ও ফসিয়ার রহমান (পাঞ্জু), বিল ডুমুরতলা গ্রামের জাফর মিনা, মুলদাইড় গ্রামের মো.আল মামুন, বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ শিমুল শেখ। লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের কায়েস উদ্দিন, দেবী গ্রামের মফিজুর রহমান, দিঘলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম।
আটককৃতদের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, তারা নাশকতা মামলার আসামী হিসেবে জামিনে রয়েছেন, মঙ্গলবার নিয়মিত হাজিরা শেষে তারা আদালত থেকে বের হয়ে যাচ্ছিলেন। নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান জানান, আটককৃত প্রত্যেকেই জামাত ইসলামীর নেতাকর্মী।তাদের কোন নাশকতার পরিকল্পনা ছিলো কিনা এবং এর সাথে আরো কারা জড়িত সে বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।