স্টাফ রিপোর্টার
“মুক্ত সমাজের জন্য উত্তম আইন: টেকসই উন্নয়নে তথ্যে অভিগম” এবং “ উত্তম আইনের সঠিক প্রয়াস- টেশসই উন্নয়নে মুক্ত সমাজ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ডিডিএলজি মোঃ মনিরুজাজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।