নড়াইলে আগুনে পুড়ে গেল ৩টি দোকান

4
51

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, একটি পাকা টিনের চালা ঘরের আবজাল হোসেনের চানাচুরের দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ওই দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পাশ্ববর্তী গোলাম শেখ ও ওমর আলীর চাউলের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের দোকান থেকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেয়।

প্রচন্ড গরমের কারনে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়। দোকান পুড়ে আগুন নিস্তেজ হয়ে পড়লে ঘটনাস্থলে দমকলবাহিনীর সদস্যরা পৌছান। ক্ষতিগ্রস্থরা জানান, তিনটি দোকানের মালামাল ও ঘরসহ সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬লক্ষ টাকা।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নড়াইলের স্টেশন অফিসার আহাদুজ্জামান জানান, শহর থেকে ১৫ কিলোমিটারের অধিক দুর হওয়ায় এবং রাস্তা ভাল না হওয়ার কারনে পৌঁছাতে বিলম্ব হয়েছে। ঘটনাস্থলে পৌছাঁনোর পর ৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।