নড়াইলে ৫৬৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

5
16

স্টাফ রিপোর্টার

নড়াইলের ৩ উপজেলায় এবার ৫৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জেলার ৫৬৩টি মন্ডপে রংতুলির আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, আগামি ১৫ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫দিনব্যাপী দুর্গোৎসব। ১৯অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর সদর উপজেলায় ২৫৫টি মণ্ডপে, লোহাগড়ায় ১৬১টি মণ্ডপে এবং কালিয়া উপজেলায় ১৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে শারদীয় উৎসব পালনে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।