উল্লাপাড়ায় ভেজাল সার কারখানায় জরিমানা, অনির্দিষ্টকালের জন্য সিলগালা

2133
46

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল সার, কীটনাশক তৈরীর কারখানা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ র‍্যাব ১২ স্পেশাল কোম্পানির ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার সাকিবুল ইসলাম খাঁন শুক্রবার বেলা ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত উল্লাপাড়া পৌরসভাধীন চাদঁপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও র‍্যাব ১২ স্পেশাল কোম্পানি ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খাঁন মোবাইলকোর্ট পরিচালনা করেন। এসময় ভেজাল কারখানা থেকে ৩৫০ কেজি হরমোন, ৪০০ কেজি নকল ক্যামিকেল, ৫০০০ পিচ প্লাষ্টিক প্যাকেট, ১০০০০ পিস কাচের বোতল, ২০০০০০ পিস বিভিন্ন কীটনাশক কোম্পানির লেবেল, ৩০০০০০ পিস প্লান্টেক কোম্পানির প্যাকেট,০১টি ড্রাম, ০৩টি ওজন মাপার মেশিন এবং ২০০০ পিস প্লাষ্টিকের খালি বস্তা জব্দ করেছে।

কারখানার মালিক চাঁদপুর গ্রামে তারিকুল ইসলামের ছেলে মোঃ হাফিজ মিয়া (৪২) কে অবৈধভাবে ভেজাল সার তৈরীর অভিযোগে নগদ ৫০,০০০ টাকা জরিমানাসহ সার তৈরীর ভেজাল কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সীলগালা ভ্রাম্যমাণ আদালত।