উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার 

3
12

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতা কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আটককৃত মুস্তাফিজুর রহমান (৩৫) বাইলশিরা গ্রামের বিরামপুর থানার মহরম আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল (২০ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে দিনাজপুর থেকে আসা ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজ গাড়ীতে তল্লাশি চালানো হয় এসময় আটককৃত মুস্তাফিজের ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল পাওয়া যায়,প্রাথমিকভাবে জানা যায় যে সে মাদক ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।