খালেদা জিয়াসহ চার আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড

56
13

নিউজ ডেস্ক

অভিযোগ প্রমাণিত হওয়ায় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ চার আসামীকে। সোমবার (২৯ অক্টোবর) এ রায় দেন রাজধানীর ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।

এছাড়া রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি এ ট্রাস্টের নামে ঢাকার কাকরাইলে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেয় আদালত।

কারা কর্তৃপক্ষ বার বার খালেদা জিয়াকে আদালতে নিতে ব্যর্থ হয়। ফলে আদালত তার অনুপস্থিতিতেই এ মামলার শেষ দিকের কার্যক্রম চালিয়ে নেয়। রায়ের সময়ও আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। গত ১৬ অক্টোবর সোমবারে (২৯ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য করে আদেশ দেয়া হয়। এ মামলায় চার আসামির মধ্যে খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান বর্তমানে কারাগারে আছেন। আরেক আসামি হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক। আজ রায়ে হারিছ চৌধুরীর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেয়া হয়।