স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতিতে দিনে-দুপুরে ব্রাক অফিসের লোন আদায়ের ৪ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নড়াগাতি থানার কলাবাড়িয়া বাজার ব্রাক অফিসের ম্যানেজার শেখ রেজাউল ইসলাম অভিযোগে জানান, তিনি ও ব্রাক অফিসের মাঠ কর্মী মোঃ শরিফুল ইসলাম নড়াগাতি থানার বর্ণাল-মাথাভাঙ্গা এলাকায় লোনের অর্থ সংগ্রহ করে মটরসাইকেলে ব্রাক কলবাড়িয়া শাখায় ফিরছিলেন। পথিমধ্যে কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে পৌছালে ৩জন দেশীয় অস্ত্রসহ ৪/৫জন তাদের মটরসাইকেলের গতিরোধ ও মারধর করে কালেকশানের ৪ লক্ষাধিক টাকা ও ব্যবহৃত ২টি মোবাইল সেট নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বর্ণাল পুলিশ ফাঁড়ির টুআইসি এ.এস.আই আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি মোঃ আলমগীর কবির বিকেলে বলেন, ব্রাকের দু’কর্মকর্তা এইমাত্র অভিযোগ নিয়ে থানায় অভিযোগ এসেছেন। এ ঘটনার সাথে জড়িতদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।