উল্লাপাড়ায় পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে দু’বছরের জেল 

13
20

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল সোমবার জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে উত্তরপত্র সরবরাহের অভিযোগে এক শিক্ষককে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজন শিক্ষককে নয় হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব হাসান বিকেল পাঁচ টায় আদালত পরিচালনা করেন।  ইউএনও অফিস সুুত্রে জানা যায়, বোয়ালিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মমিরুল ইসলাম আজ সোমবার জেডেসি পরীক্ষায়  উল্লাপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব পালনকালে  বাইরে থেকে উত্তরপত্র কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদের সরবরাহকালে হাতে নাতে আটক  হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দু’বছরের বিনাশ্রম কারাদন্ডসহ এক হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। অপর দিকে একই মাদ্রাসার সহকারী শিক্ষিকা মোছাঃ বিলকিস পারভীন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে দায়িত্ব পালনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নয় হাজার টাকা অর্থ জরিমানা করেছে।