সেই অসহায় বৃদ্ধা মায়ের খোঁজ নিতে তার বাড়িতে পুলিশ সুপার

17
15

স্টাফ রিপোর্টার

বয়োবৃদ্ধ মা হুজলা বেগমকে ভরণ পোষণ দিতে পারবেন না, এমন অজুহাতে গত ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নড়াইলের কুচিয়াবাড়ি গ্রামে রাস্তার পাশে বাঁশবাগানে মাকে ফেলে দেন বাবু শেখ ও তার স্ত্রী। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশের সহযোগিতায় হুজলা বেগমকে উদ্ধার করে গত ২৯ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে হুজলাকে বাড়িতে নিয়ে যান তার সেই ছেলে বাবু শেখসহ অন্য সন্তানেরা।

নড়াইলের লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামে বাঁশবাগানে ফেলে যাওয়া সেই অসহায় বৃদ্ধা হুজলা বেগমের খোজখবর নিতে তার গ্রামের বাড়িতে যান নড়াইল জেলার পুলিশ সুপার, নড়াইল, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। পুলিশ সুপার শুরু থেকেই বৃদ্ধা মায়ের খোঁজ খবর রাখতেন। এবার তাঁর ভাল খাবারের জন্য ৫,০০০/- টাকা প্রদান করলেন পুলিশ সুপার, নড়াইল, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ।