স্টাফ রিপোর্টার
“ডায়েবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ও বিশ্ব এন্টিবায়োটিক সচেনতা সপ্তাহ পালিত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সাজন অফিসে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ জসিমউদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীম রেজাসহ ডাক্তার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার এ সময় উপস্থিত ছিলেন।