স্টাফ রিপোর্টার
“উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে শুরু হয়েছে ৪দিন ব্যাপী (১৫-১৮ নভেম্বর) আয়কর মেলা ২০১৮। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এর আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। আপীলত যুগ্ম কর কমিশনার, আপীল রেঞ্জ-২৩, ৪ কর অঞ্চল-খুলনার মোঃ মুহিতুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান, আইকর আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, কর বাহাদুর পরিবার ,সার্কেল-১৫ আলহাজ্জ্ব মোঃ ওয়াহিদুজ্জামান,সহকারি কর কমিশনার সার্কেল-১৫ নড়াইল মোঃ আমিনুল হক, কর পরিদর্শক সমীরণ সিকদারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এ মেলায় মোট ১০টি ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ০৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় টিন রেজিষ্ট্রেশন/ রি রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিন সনদ প্রদান, নাম্বার খোলা, রির্টান দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ আয়কর বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।