স্টাফ রিপোর্টার
৯৩, নড়াইল-১ ও ৯৪, নড়াইল-২ নিয়ে নড়্ইাল জেলায় দুইটি সংসদীয় আসন। দুইটি আসন থেকে একাদশ সংসদ নির্বচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে ৩৯জন প্রার্থী যার মধ্যে নড়াইল-১ আসনে ২২জন ও নড়াইল-২ আসনে মাশরাফী সহ ১৭জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ১৩জন যার মধ্যে নড়াইল-১ আসনে ৭জন ও নড়াইল-২ আসনে ৬জন।
নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কালিয়া উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন নিয়ে ৯৩ নড়াইল-১ আসন গঠিত। নড়াইল-১ আসনে মোট ভোট ২১৭৭১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৮০৮১ জন, মহিলা ভোটার ১০৯৬৩৬ জন।
এ আসনে আওয়মী লীগের ২২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তারা হলেন বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মুফতি রুহুল আমিন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্যা ইমদাদুল হক, এডঃ এমদাদুল হক, শ্যাশর দাশ টিটু, কাজী সরোয়ার হোসেন, হাজী মফিজুল হক, ইকরামুল হক টুকু, এস এম হারুন অর রশিদ, কৃঞ্চপদ ঘোষ, খান শামীমুর রহমান ওসি খা, ফকির মুশফিকুর রহমান, লে কমন্ডার (অব) ওমর আলি, শেখ মিজানুর রহমান, কাজী মুশফিকুর রহমান, সৈযদ আবিদুল ইসলাম, এফ এম শাহিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মান্নান, শাহ মোঃ ফোরকান মোল্যা, ও হাসানাত এ চৌধুরী।
বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বি এন পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সুকেশ সাহা আনন্দ, ডাঃ হায়দার পারভেজ, নিরাজ্ঞন কুমার ঘোষ, ওমর ফারুক, আশীক ফারুক ওরফে দাদা ভাই ও সাজ্জাদুর রহমান সুজা।
এ আসনে জাতীয় পার্টির পক্ষে এডঃ অশোক কুমার ঘোষ ও মোঃ মিল্টন মোল্যা দলীয় ফরম সংগ্রহ করেছে। পূর্বে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় পক্ষে হাফেজ মোহাম্মদ খবীর উদ্দিন নির্বাচনী কাজ করছেন।
নড়াইল সদর উপজেলার পৌরসভা, আটটি উইনিয়ন ও লোহাগড়া উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল -২ আসন, নড়াইল-২ আসনে মোট ভোটার ২৮৫১৪৯ জন। এর মধ্যে পুরুষ ১৩৯৫২২ ও মহিলা ১৪৫৬২৭জন।
নড়াইল -২ আসনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ ১৭জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আরো যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তারা হলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, এডঃ সৈয়দ আইয়ুব আলি, এস এম আসিফুর রহমান বাপ্পি, মোঃ হাসানুজ্জামান, মোঃ রাশিদুল বাশার ডলার, লে, কর্ণেল (অব) সৈয়দ হাসান ইকবাল, শেখ মোঃ আমিনুর রহমান হিমু , শারমিন সুলতানা শর্মী, এডঃ শেখ মোঃ তরিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এস কে আবু বাকের, হাবিবুর রহমান তাপস,শেখ মোঃ নুরুজ্জামান, মুন্সি কামরুজ্জামান কাজল, মোঃ সুজন রহমান ও বাসুদেব ব্যানার্জি। এছাড়া ১৪দলীয় জোটের ওর্য়াকার্স পার্টির জেলা সভাপতি বর্তমান সংসদ সদস্য এডঃ শেখ হাফিজুর রহমান তার নিজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৪দলীয় জোটের অপর শরকি দল জাতীয় পার্টিও পক্ষে তার দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন জেলা জাতীয় পার্টিও সভাপতি এডঃ ফায়েকুজ্জামান ফিরোজ।
এ আসনে বিএনপির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন- বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার ইজাজুল হাসান (বাবু), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার পারভেজ জজ, সহ সভাপতি তবিবুর রহমান জমাদ্দার, সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে শরীফ কাশাফুজ্জামান কাফি, মোঃ শাহরিয়ার আলম। ২০ দলীয় জোটের শরীক দল এন পি পির চেয়ারম্যান এডঃ ফরিদুজ্জামান ফরহাদ তার নিজ দলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় পক্ষে নাসির উদ্দিনকে তাদের প্রার্থীতা চুড়ান্ত করেছে।
নড়াইলের দুইটি আসন বরাবর স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ দখল করে আছে। এ কারনে আসন দুইটিকে আওয়ামী তাদের দূর্গ মনে করে। নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আওয়ামী লীগের মনোনয়ন পত্র কেনার পর অনেকই মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তাকেই মনোনয়ন দেয়া হবে।