নড়াইলে ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

125
43

নড়াইলে ২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দুইদিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে । ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা বেগম । এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বিজয় ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহিন চুন্নু,নজারত ডেপুটি কালেক্টর সদস্য সচিব মুহাম্মাদ আল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ । দুইদিন ব্যাপি বিজয় মেলা উপলক্ষে বিজয়গীতি প্রতিযোগিতা, কবিতায় বিজয় সরকার প্রভৃতি অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে ।

বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বিজয় একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত।

বিজয় সরকার গেয়েছেন-‘নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও…।’ কিংবা ‘আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল…।’ স্ত্রী বীনাপাণির মৃত্যুর খবরে গানের আসরেই গেয়েছেন-‘পোষা পাখি উড়ে যাবে সজনী, এ রমক হাজারো গান গেয়ে, গান প্রিয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।