স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় নড়াইল জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণে সকলের সহযোগিতায় কামনা করে আলোচনা করা হয়। এ সময় জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা, শহরে যানযট নিরসনসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এসময় বক্তব্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সিভিল সার্জন মুন্সী মোঃ আসাদুজ্জামান টনি, নড়াইল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন হাওলাদার, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আলমগীর সিদ্দিকী, প্রমুখ। সভায় নড়াইল জেলা প্রশাসকের সকল কর্মকর্তাবৃন্দের সাথে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলার চেয়ারম্যান, বিভিন্ন এনজিও, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নড়াইল জেলা পুলিশের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন তাঁর বক্তব্যে বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে নড়াইল জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন অভিযান চালিয়ে আমরা ইতোমধ্যে নড়াইল জেলাকে প্রায় মাদকশূন্য করে ফেলেছি। এখনও যারা গুটিকয়েক মাদকব্যবসায়ী রয়েছে তারাও আমাদের টার্গেটে রয়েছে। অচিরেই তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হবো। উল্লেখ্য যে, পূর্বের মাসের তুলনায় বর্তমান মাসে নড়াইলে অপরাধ ও মামলার পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।