নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সংবর্ধনা প্রদান

17
16

স্টাফ রিপোর্টার

নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ পালন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলার ৫ জন ও সদর উপজেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান স্বরুপ ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয় ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শতাধিক মহিলা এ সময় উপস্থিত ছিলেন।