স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ.জেড. এম. ড. ফরিদুজ্জামান (ফরহাদ) এর লোহাগড়া উপজেলা সদরের নির্বাচনী (ধানের শীষ প্রতীকের) কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ এর নেতৃত্বে নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় চার নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। ফলে, পূর্বনির্ধারিত কর্মীসভা পন্ড হয়ে যায়। ঘটনার কিছুসময় পর ড. ফরিদুজ্জামান তাঁর বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, মোহাম্মদ হোসেন মহত, কাজী সুলতানুজ্জমান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া পৌর কাউন্সিলর মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিকাত, লোহাগড়া আদর্শ কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সবুজ, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, এনপিপি’র কেন্দ্রীয় নেতা শরীফ মুনীর হোসেন প্রমুখ। এদিকে ছাত্রলীগ নেতা রাশেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকেলে লোহাগড়ায় একটি রেষ্টুরেন্টে ধানের শীষ প্রতিকের কর্মী সভাস্থল ভাংচুরের কথা স্বীকার করেছেন। তবে কারা ভাংচুর করেছেন তা স্পষ্ট নয়। ছত্রলীগ দাবি করছে এটা তাদের অভ্যন্তরীন কোন্দলের কারনে ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ছাত্রলীগ নেতা রাশেদ তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ আসনে ফরিদুজ্জামানের প্রতিদ্বন্দ্বী হলেন মহাজোটের হেভিওয়েট প্রার্থী জনিপ্রিয় ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।