স্টাফ রিপোর্টার
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্য ভিডিও কলের মাধ্যমে নৌকায় ভোট চাইলেন অধিনায়কের স্ত্রী সুমনা হক সুমি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জে সি জি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে এ আহ্বান জানান। নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সুমি বলেন, মাশরাফীর খেলার সময় আপনারা যেমন তাঁর সাথে থাকেন, তিনিও সব সময় আপনাদের সাথে থাকবেন। অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ, যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এদিকে, নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলার কলাবাড়িয়াসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে তিনি ভোটারদের কাছে প্রচারপত্র বিলি করে ধানের শীষ প্রতীকে ভোট প্রর্থনা করেন। এসময় সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাজারে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ এর সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ প্রমূখ। বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের মাঝে উপস্থাপন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান।