নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।
এদেশের খ্রিস্টান সম্প্রদায় আনন্দ-উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করেছে। এ উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হয়েছে, রাখা হয়েছে খাবারের আয়োজন।
খ্রীস্টান ধর্মানুযায়ী, এই দিনে বেথলেহেমে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে আগমন ঘটেছিল যিশুখ্রিষ্টের।
মঙ্গলবার বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে ও মোমবাতি জ্বালিয়ে দিনটি উদযাপন করেছে।